সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন আদালত

সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন আদালত

বাংলাভাষী ডেস্কঃ

সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ওইদিন সকালে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালতে আবেদকারীরা হলেন, শাফী চৌধুরী, এনামুল হক চৌধুরী, আবু বকর সিদ্দিক, শাহনেওয়াজ তালুকদার, জাহেদ আহমদ, মুহিব আলী, গোলাম মর্তুজা বাচ্চু, হাসান মো. শামীম, আব্দুল জব্বার, লবিদ হোসেন চৌধুরী ও খাইরুল জাফর চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক শাহনেওয়াজ তালুকদার। তিনি জানান, ক্লাবের ২৩জন সদস্যকে নিয়মনীতি না মেনে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে রহস্যজনক কারণে। তালিকা থেকে বাদ দেয়ার পর তারা নির্বাচনের আয়োজন করায় আমরা প্রতিকার চেয়ে আদালতের দারস্থ হয়েছি। আদালত নির্বাচনী কার্যক্রম স্থগিতের পাশাপাশি তাদেরকে এ বিষয়ে কারণ দর্শানোর জন্য আদেশ দেন।

জানা যায়, গত ২৫শে নভেম্বর সন্ধ্যার পরে কোন কারণ দর্শানোর নোটিশ বা শোকজ ছাড়াই সিলেট প্রেসক্লাবের ২৩ জন সদস্যের সদস্যপদ বাতিল করায় ১১ জন সদস্য সিলেটের আদালতে মামলা করলে এই আদেশ দেয়া হয়।