সিলেটের পথে বিপিএল ট্রেন

বাংলাভাষী ডেস্কঃঃ

ঢাকা-চট্টগ্রাম-ঢাকার পর বিপিএল ট্রেন এখন দুটি পাতা একটি কুঁড়ির সিলেটের পথে রওনা হয়েছে। সেখানে অবস্থান করবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তারপর আবার ফিরে আসবে রাজধানীতে।

বিপিএলের এবারের আসর সিলেটবাসীর জন‌্য অন‌্যরকম এক আনন্দবার্তা নিয়ে এসেছে। সিলেট পর্ব সেই আনন্দবার্তায় নতুন ঢেউ তুলবে। কারণ বিপিএলে ইতিহাসে সিলেট এবারই প্রথম পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিজেদের মাটিতে খেলতে যাচ্ছে। অতীতে এই দৃশ‌্য ছিল খুবই মলিন। পয়েন্ট টেবিলের তলানির দিকে কিংবা সিলেট পর্ব শুরু হওয়ার আগেই শেষ চারের লড়াই থেকে অনেকটা ছিটকে পড়ার মতো অবস্থানে থাকা।

এমনিতেই এবারের বিপিএল ব‌্যাপকভাবে জমে উঠেছে। যা বিপিএলের ইতিহাসে অতীতে কখনই দেখা যায়নি। প্রায় ম‌্যাচই হাই-স্কোরিং হচ্ছে। মানহীন বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দেশি ক্রিকেটারদের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। এটিও বিপিএলের ইতিহাসে প্রথম।

সিলেটে বিপিএল শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। ঢাকা-চট্টগ্রামের মতো সিলেটেও প্রতি দুই দিন পর এক দিন বিরতি রাখা হয়েছে। ৪ দিনে খেলা হবে ৮টি। যেখানে স্বাগতিক হিসেবে সিলেট ৪ দিনের ৩ দিনই মাঠে নামবে। ৩টি ম‌্যাচ খেলবে খুলনা টাইগার্সও। রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স, ঢাকা ডমিনেটরস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল খেলবে দুটি করে ম‌্যাচ।

৭ ম‌্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিলেট। সমান ম‌্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরিশাল। ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে কুমিল্লা। তারাও খেলেছে ৭টি ম‌্যাচ। ৬ ম‌্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে রংপুর। সমান ম‌্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে খুলনা টাইগার্স। সবচেয়ে বেশি ম‌্যাচ খেলেছে ঢাকা। ৮ ম‌্যাচে তাদের পয়েন্ট ৪। তারা আছে ছয়ে। সবার নিচে চট্টগ্রাম। ৭ ম‌্যাচে ৪ পয়েন্ট তাদের।

শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে আছে সব দলই। তবে সুবিধাজনক অবস্থানে আছে সিলেট, বরিশাল ও কুমিল্লা। তেমনি কঠিন অবস্থানে আছে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম। স্বাগতিক সিলেটের বিপক্ষে রংপুরের খেলা দিয়ে পর্দা উঠবে সিলেট পর্বের। শেষ হবে কুমিল্লা ও খুলনার ম‌্যাচ দিয়ে। সিলেট পর্ব শেষে শেষ চারে যাওয়ার একটা চিত্র অনেকটা পরিষ্কার হয়ে উঠবে।