সিলেটের বাউলশিল্পী আব্দুল হামিদ আর নেই: জানাজা কাল 

বাংলাভাষী ডেস্ক :

সিলেটের কিংবদন্তিতুল্য সুপরিচিত প্রবীণ বাউলশিল্পী আবদুল হামিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) আজ বৃহস্পতিবার দুপুর ১২. ৪০ ঘটিকার সময় তিনি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।  তিনি স্ত্রী, দুই মেয়ে দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বাউল আব্দুল হামিদ বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন। তাঁর সন্তানদের মধ্যে সুবর্ণা হামিদ সাংবাদিকতা করছেন সিলেটে। তিনি উইমেন্স জার্নালিস্ট ফোরাম সিলেট এর সভাপতি এবং চ্যানেল আই এর ক্যামেরা পার্সন। 

এ প্রসঙ্গে বাউল আব্দুল হামিদ এর জামাতা সাংবাদিক সুবর্ণার স্বামী চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী বাংলাভাষীকে জানান, বুধবার গভীর রাতে বাউল আব্দুল হামিদের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২.৪০  মিনিটের সময় ইন্তেকাল করেন। 
বাউল আব্দুল হামিদের জানাজার নামায আগামী কাল শুক্রবার বাদ জুম্মা দরগাহ-ই হযরত শাহজালাল (র) এর মসজিদে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান।

বাংলাভাষী পরিবারের শোক:


এদিকে বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান, সহযোগি সম্পাদক মো. ফয়ছল আলম, বার্তা সম্পাদক নূরজাহান শিল্পী এক শোক বার্তায় সিলেটের সাংবাদিক সুবর্ণা হামিদের পিতা ও সাদিকুর রহমান সাকীর শশুর বাউল আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাম করেছেন। তারা এক বার্তায় শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।