সিলেটের ব্যাটিং দেখবেন দর্শকরা আগে

বাংলাভাষী ডেস্কঃঃ

বিপিএলে নিয়ে সিলেটের মানুষের মাঝে আগ্রহ সব সময় কম-বেশি থাকে। তবে এবার সেখানে মাত্রাতিরিক্ত বেশি। এই বেশি হওয়ার কারণ সিলেট স্ট্রাইকার্স। আগের আট আসরে সিলেটের দল যা পারেনি, এবার সেটিই তারা করে দেখাতে পেরেছে। আসরের শুরু থেকে শীর্ষে থাকা সিলেট সেই অবস্থান ধরে রেখে এই প্রথম নিজেদের মাটিতে খেলতে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে।

এবারের আসরের শুরু থেকেই মাশরাফির নেতৃত্বে সিলেটের নান্দনিক খেলা শুধু সিলেটবাসীকেই মোহিত করেনি, দেশবাসীর মাঝে অন‌্য রকম এক আগ্রহ তৈরি করেছে। সবাই সিলেটের খেলা দেখার অপেক্ষায় থাকেন। সেই খেলা দেখতে আজ গ‌্যালারি দর্শকে পরিপূর্ণ। তারা আজ প্রথম দেখতে পাবেন সিলেটের ক্রিকেটারদের ব‌্যাটিং। কারণ টস সিলেট জিততে পারনি।

সিলেটের সেরা একাদশে কোনো পরিবর্তন নেই। রংপুরের সেরা একাদশে পরিবর্তন হয়েছে একটি। রকিবুল হাসানের পরিবর্তে খেলবেন রবিউল হক।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদি হাসান, মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নেওয়াজ,শামীম হোসেন, রবিউল হক, হাসান মাহমুদ, হারিস রউফ।