সংলাপে বসতে আইনগত কোনো বাধা নেই: আইনমন্ত্রী

বাংলাভাষী ডেস্ক::

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে আইনগত কোনো বাধা নেই।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মশালা উদ্বোধন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, সংলাপে বসতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। তবে, নির্বাচন সংক্রান্ত কিছু আইনি বিষয় মানতে হবে। সেগুলো না মানলে সংলাপ হয় না। ‘বিরোধীদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার’ বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মামলা জট কমানোর জন্য একটি সেল গঠন করা হয়। সেই সেল এখনও আছে। সেটাকে নিয়ে কেউ জনগণকে বিভ্রান্ত করলে আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।

এর আগে, একইদিনে সংলাপের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিএনপির চার শর্ত বাস্তবায়ন অসম্ভব। প্রধানমন্ত্রী যদি মনে করেন, নির্বাচনকালীন সরকার দেওয়া দরকার সেটা তার এখতিয়ার।