সুললিতা  ( ৪র্থ পর্ব ) 

সুললিতা   ( ৪র্থ পর্ব ) 

আব্দুল হাকিম 

আমরা আছি ! ধরিত্রীর এতো দুরত্বের মাঝে ! 

লক্ষ মাইল দূরের কোন অপরিচিত দ্বীপপুঞ্জে ;

শত নদনদী ; ভূখন্ড আর মানুষের বর্ণ বৈষম্য, 

রুখতে পারিনি কভু ' আমাদের এই মনের সাম্য।

আমি হাতের স্পর্শে পায় ; তোমার শরীরের ঘ্রাণ,

রক্ত মাংসের ভেতরে তোমার ঐ সুকোমল প্রাণ -

আমি যেনো ! চুমু খেয়ে বারম্বার করি আলিঙ্গন !

 কুসুম হৃদয়ের গন্ধে ; আক্রোশে ভরে যায় মন।

সৃষ্টির বুক চিরে যতদূর, অন্তঃনয়ন করি উন্মুখ

দেখি শুধু ডালিম ফুলের মত রাঙা তোমারই মুখ।

সবুজ ঘাসের উপর - দেখি হলুদ চরণের পদচিহ্ন,

প্রকৃতির সর্বত্রে দেখি ' তোমারই রূপ মিশে অভিন্ন।

সুললিতা ! তোমাকে কোনদিন চর্মচোখে দেখিনি !

শুধু দেখেছি হৃদয়ের চোখে ; তুমি মোর চিত্তবাসিনী।

আমার এ হৃদারণ্যে - তোমারই চিরন্তন বসবাস।

ঋতুর বৈচিত্রে শুধু তোমাতেই দেখেছি সুকান্তরাশ।