হামিদুল ইসলাম এর গুচ্ছ কবিতা

হামিদুল ইসলাম এর গুচ্ছ কবিতা

  উৎসব                      

সিঁড়ি ভাঙছি পায়ে পায়ে 

শূন‍্য সোপান 

শিশির ঝরছে সারারাত

উদ্বেগ উৎকণ্ঠায় ভরে উঠছে তোমার ধূ ধূ কথার প্রাচীন শহর ।।

শৈশব ঢাকা পড়ছে বেজন্মা মায়ায় 

পোয়াতি রোদ 

ফিরে আসছে শেকড় ছায়ায় 

আমরা প্রতিদিন বিশ্রাম নিচ্ছি শুকনো বদ্বীপ সংলাপে ।।

জীবন অথৈ ঘুড়ি 

নেমে আসছে ছাদ বরাবর 

উপুড় চুপুড় চেতনার স্থাপত‍্য

ডুবছে ভালোবাসা। আমাদের ঘরে ঘরে আজ বেদনার নৌকো উৎসব ।

       

                          ব‍্যস্ত পথিক 

জলের মাঝে তোমার ছায়া 

জলছবি 

ডুবুরি হয়ে ভাসে কবিতার ঘাটে ঘাটে 

তুলে নিই এক একটি শব্দ 

আখরভূমি

তবু বুঝি না মনটা কখন ছবি হয়ে ওঠে   

শিউলি ঝরা আকাশ 

স্মৃতিময় 

ছবির দেয়ালে এঁকে রাখি তোমার পুরো ডাকনাম 

যে নামে তুমি বন্দি এখনো 

পিপাসা নদী 

ইতিহাস ভুলে যায় তোমার অনশ্বর বেআব্রু সহবাস 

কবিতার বাড়িগুলো ভাঙে 

খসে পড়ে স্বপ্নপালক 

তুমি আমি বন্ধু হলেও গভীর রাতে গা খুলে বসি 

তৃপ্তির শ্বাস তোমার শরীর জুড়ে 

আমি গভীর অরণ‍্যে 

ব‍্যস্ত পথিক