হেমন্ত প্রেম

হেমন্ত প্রেম


    শামরুজ জবা 


এসো সকালের মিষ্টি রোদ গায়ে মেখে চলি পথ
এসো কৃষ্ণচূড়ার তলে চোখে চোখ রেখে করি শপথ। 

এসো শিশির ভেজা পথে হাত ধরে হাঁটি,
এসো নদীর বাঁকে বসে একটু খুনসুটিতে মাতি।

এসো পাকা ধানের ঘ্রাণে পাগল করি মন,
এসো খেজুর রসের মিষ্টি স্বাদে তৃপ্ত হই দু'জন। 

এসো হেমন্তের প্রেম গায়ে মেখে পথ চলি,
এসো শীতের স্নিগ্ধ রোদে দু'জনার কথা বলি। 

এসো সমুদ্রের কিনারে বসে একটু জিড়িয়ে নেই,
এসো জীবন বন্ধনে দু'জনাকে মন বিলিয়ে দেই। 

এসো রাতের কুয়াসার জলে দু'জনার অঙ্গ ভেজাই, 
এসো হৃদয়ে হৃদয় রেখে সানাইয়ের সুর বাজাই।