৭ লাখ টাকায় বিক্রি হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশ্ন!

৭ লাখ টাকায় বিক্রি হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশ্ন!

বাংলাভাষী ডেস্ক :

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকতে পারেন।

গ্রেপ্তারকৃতরা নিম্নস্তরের কর্মকর্তা। তাই প্রশ্ন ফাঁস করতে দায়িত্বশীল কর্মকর্তাদের গাফিলতি বা সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। পাঁচজনকে গ্রেপ্তারের পর এমনই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম। গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘গতকাল বড় ধরনের নিয়োগ পরীক্ষা ছিল বিমানের। কিন্তু পরীক্ষার আগের দিন আমরা জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যাই। এর পরই আমরা কাজ শুরু করে দিই। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এবং প্রশ্ন বিতরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করি।’

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এই প্রশ্ন ৭ লক্ষ টাকায় বিক্রি হয়। যার ভাগ পান ঊর্ধ্বতন কর্মকর্তারাও! তবে এসব বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছেন। তদের বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।