ভারতের ভিসা জটিলতায় বিশ্বকাপ পরিকল্পনায় ধাক্কা ইংল্যান্ডের
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা সমস্যায় পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদের ভারতের ভিসা অনুমোদন না হওয়ায় প্রস্তুতি ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে ইংলিশদের।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেখান থেকে ভারতে আসবে দলটি। ভারতের ভিসা না পাওয়ায় দুই স্পিনারের ওই সফরে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে। ইংলিশ গণমাধ্যমে খবর, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে তাদের ধারণা।
আগেও ভারত সফরে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি জানিয়েছে, ভারত সরকার ভিসা নিয়ে কোন আপত্তি নেই বলে আশ্বাস দিয়েছে এবং বিষয়টি দ্রুত সমাধানে যুক্তরাজ্য সরকারের সহায়তা নেয়া হয়েছে। বর্তমানে আদিল রশিদ সাউথ আফ্রিকার এসএ টুয়েন্টি লিগে এবং রেহান আহমেদ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন। ভারতের ভিসা অনুমোদন মিললে তারা সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।
৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ইংল্যান্ড।


