আমার বাংলাদেশ

রেজাউল করিম রোমেল
এই যে আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ,
শস্য শ্যামল ফসলে ভরা
রূপের নেইকো শেষ।
এই দেশেতে জন্মে মাগো
ধন্য আমি ধন্য,
লাখ শহীদ রক্ত দিলো
এই দেশেরই জন্য।
এই দেশেতে পদ্মা মেঘনা
যমুনা বহমান,
রক্ত দিয়ে হলেও আমরা
রাখব দেশের মান।
রেজাউল করিম রোমেল।