দুর্ভিক্ষ

দুর্ভিক্ষ


শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)

চারিদিকে চেচামেচির শব্দ স্বস্তিতে হয়না তন্দ্রা
তন্দ্রা গৃহে আবদ্ধ বায়ু সবি অস্বস্তি,
গভীর তিমিরে একাকীত্বের সুর
আমার পোষা কুকুরগুলোর গেউর-গেউর শব্দ
কিন্তু শব্দটা খুব অস্বাভাবিক।
তবে শব্দের ব্যাখ্যার্থে করুণতার সুর।
গা মাখা কনকনে শীতের কাটা
শরীরের লোমগুলো খাঁড়া,
দিনে-দিন গোটা মহী হচ্ছে বেশ ভারী। 

চৌপানে গন্ধমাখা লাশের মিছিল স্বস্তিতে হয়না তন্দ্রা
উন্মুক্ত পরিবেশে ভীষণ ডর রাখিতে দু'চরণ।
তবে অস্বাস্থ্যকর পরিবেশগুলো যেনো স্বস্তি নহে।
সবি চুপিসারে মৃত্যুর আলিঙ্গন জপে।
চর্তুদিক আত্মচিৎকার হুংকার আতঙ্ক শ্বাসপ্রণালী,
মহা নিঃস্বাস-নিঃস্বাসে অসঞ্চালন খাদ্যানালী।
মস্তিষ্কে ভর শঙ্খচিল-শকুনেরা দলে-দলে,
ওরা দূর্ভিক্ষের নিঃশ্বাস জপে।
গৃহের আঙ্গিনায় কিংবা শহুরের
ডাস্টবিনগুলো আজ শূণ্য
অন্ন জলের অপচয় নেই পূূর্বের মতন।