সুললিতা  ( ৩য় পর্ব ) 

সুললিতা   ( ৩য় পর্ব ) 

আব্দুল হাকিম 

সহসা বিপুল বিবর্তন এলো সুললিতার শরীরে

কাঁচা বয়সের গন্ধ মুছে ফেলে বাসন্তি সমীরে, 

মধুর সুবাসে ভরে গেছে সুললিতার সমস্ত যৌবন

সে সুবাসে উন্মাদ হয়েছে অজস্র যুবকের মন।

পুরোনো কিশোরীর বসন ফেলে রেখে বাড়িতে

আজ সেজে এসেছে সে - লাল রঙের শাড়িতে,

চোখদুটি থেকে খসে পড়ছে নক্ষত্রের আলো

শুভ্র দন্তের হাসিতে, যেনো বিজলী চমকালো।

ঘনকালো কেশরাশি কুঁচকানো চিবুকের দুপাশে

কালো আঁধারের মাঝে,বদনে যেনো চন্দ্রিমা হাসে।

সুললিতা ! মোহিনী হাসিতে আর ভিজায়োনা অধর!

ক্ষত বিক্ষত করোনা তুমি - শত যুবকের অন্তর।

আঁচল দিয়ে ঢেকে রেখো তোমার চাঁদনী বদন,

ঐ রূপের নেশায় মাতাল না হয় যেনো যুবকের নয়ন।

যেনো আজকের তরুণ তব প্রণয় স্বপ্ন বিভোরে 

নৈরাশ্য যাতনায় বয়োসন্ধিতে ডুবে না মরে।

সুললিতা! বেঁচে থাকো হাজার বছর আমাদের পৃথিবীতে

মৃত্যুঞ্জয়ী বেশে অজস্র মানুষের চিতে।

জীবন্ত মানবি হয়ে বেঁচে থাকো সহস্র যুবকের মনে।