অতীতটা মরে যাক

অতীতটা মরে যাক

সেলিম রেজা

অধর নিয়েছো, দৃষ্টি নিয়েছো। আর 

কিছু ছিল নাকি বাকি? যে যা বলে 

বলুক, বিরহের কিছুটা কষ্ট আমার 

ধোয়ার কুন্ডলি হয়ে ভাসে। যেন বা 

বেঁচে যাই।

মানুষের মুখ পুড়ে, হাঁটি হাঁটি পা পা

এগিয়ে যায় রঙের সভ‍্যতা। তারপর 

আমি ছুঁড়ে ফেলে দিই খসে যাওয়া 

সিগারেট।

আবার তেড়ে আসুক আঁধার, যেন

তোমাকে আর কোথাও ঠিক খুঁজে 

না পাই। 

অতীতটা মরে যাক। মরা সব নদী 

নালা, খাল বিল যৌবনে ফিরে যাক,

পূনর্জন্ম হোক।

শতাব্দী শেষে শতাব্দী ফিরে আসে।

আমার অর্ধেক কবিতাজুড়ে কে যেন

ঘুমিয়েছিল, শেষ ঘুম। তবে কি সে

রবীন্দ্রনাথ ঠাকুর, মহামতি লেনিন 

বুদ্ধদেবগণ, নাকি তুমি ?