অন্ধ মানব

অন্ধ মানব

মিজানুর রহমান মিজান 

অল্প স্বার্থে অন্ধ মানব

বাহির ভালো ভিতর দানব

চেনা বড় দায়।।

নিতে চায় দিতে চায় না

আমিত্বে যে হল দেওয়ানা

অমর ভাবে ক্ষণিকের যাত্রায়।।

খেয়ে পরে বাড়ায় মেদ

ভাবে না জীবনের পড়বে ছেদ

স্বপ্নালোকে তরী ভাসায়।।

হিংসা নিন্দার আগুনে

অন্তর কালো বাহির সমানে

মৃত্যু ছাড়া নাই পরিত্রাণ ভব যাত্রায়।।