অনাহারে

অনাহারে

মোঃ কাউসার মাহমুদ হেলাল 

অনাহারে তাঁহার কাটে 

জীবনের দিন গুলো। 

কেউ দেয় না একটু 

   ভালোবাসার আলো। 

ক্ষুধার্ত তৃষ্ণায়ে পেটের ভেতরে ছটফট করে। 

একটু খাবার দেয় না 

কেউ আমাদের মুখে-

সারাদিন থাকি অনাহারে। 

এতো বড় ,বড় বিল্ডিং 

আমাদের মাথার উপরে। 

শুধু চেয়ে ,চেয়ে দেখি

এদের আলিশান জীবন টা রে। 

একটু যদি খাবার দিতো 

খেতাম পেট ভরে। 

বিনিময়ে পেয়ে যাইতো

দোয়ার ভান্ডার রে। 

ওদের মুখে রুচি থাকে না 

এতো খাবার খাবে কি ভাবে। 

আমরা সব সময় আশায় থাকি 

একটু ভালো খাবার খাবো কিভাবে। 

তাও তো নিজেকে সান্তনা দেয়, 

একটু খাবার তাও জুটে না 

এদের কাছে থেকে। 

সামর্থ থাকা সত্ত্বেও 

দিলি না খাবার, 

কাল হাশরে চেয়ে থাকবি

আমাদের মুখের দিকে।