আগুন ও প্রেমদর্শন

আগুন ও প্রেমদর্শন

আমিনা তাবাসসুম

বৃষ্টির সঙ্গে তুমি নেমে আসলে
দু চোখে পদ্ম পাতার ফুল ফোটে
এই আনন্দ বধির নয়
মিথ্যেও না

একটা রঙিন সুতো হতে পারতো
বুকের সমস্ত তার
কিন্তু আমি তোমাকে ভুল বলিনি

ভুল বললে পৃথিবী নষ্ট হয়ে যায়
চোখের কাজল তখন মিথ্যে বলতে পারে না


বৃষ্টি এখন গভীর 
এক ফোঁটা জল প্রেমিকের কাঠগোলাপে

তাইতো ঠোঁট জানে চোখের মতই
ভালোবাসলে
আগুনও নত হয় প্রেমিকার কাছে