আজ পহেলা ফাল্গুন

আজ পহেলা ফাল্গুন
........রফিকুল ইসলাম
বসন্ত এসেছে আজ পহেলা ফাল্গুন
বুনো ফুলের সৌরভ বিলানোর সময় এখন
কোকিল ডাকার এলো আয়োজন।
অকারণে সুখে অলক্ষ্যে মেতেছে রঙে
বনে অশোক কিংশুক,
ফুলেরা উচ্ছ্বাসে হাসছে বাতাস কাঁপছে
বনে দুলছে আম্রমুকুল।
কুঞ্জে কুঞ্জে অরণ্য-পর্বতে শাখায় শাখায়
পত্র-পল্লবে নবযৌবনের ডেকেছে বান,
মনের বেদিতে প্রজাপতি রঙ ফুলে ফুলে
বুলবুলি, মৌমাছির গুনগুন কলতান।
তারুণ্যের উচ্ছ্বাসে তরুণীরা বাসন্তী শাড়ি
আর খোঁপায় গাঁদা ফুল গুঁজবে 
অনুরণনে পলাশ-শিমুল আগুনে লালে লাল
এমন ফাগুন দিনে কে আমায় খুঁজবে !
আজ বসন্তে  খুলে গেছে দখিনা দুয়ার 
পুষ্পে পুষ্পে নুয়ে পড়েছে নগ্ন শাখা
জানি, তবু ফিরে আসবে না আর...
হঠাৎ কৃষ্ণচূড়ার ডালে বেনারসি আল্পনা
দেখে
পথিক উদাসী হবে বারবার।