আমার ফেরা হয়নি

আমার ফেরা হয়নি
আসাদুল্লাহ গালিব
আমার শহরে ফিরে আসার শত চেষ্টার পরও তার আস্তিন আমাকে ছাড়েনি
মায়ার আচল আর সুচালো চাহনীর মাঝে কালান্তর আমাকে বেঁধে রেখেছে৷
নীড়ে ফেরার আকুলতা আমার দেহ জুরে শুধু বাঁধনের রহস্যময় রোধ
আমার শহরে ফেরা হয়নি৷
একদিন ভোরবেলা চাঁদ কেবল চোখের আড়ালে তখন আমার পাদুকাহীন পা ফেলে ফেলে খুব দ্রুত চলে আসার প্রচেষ্টা
দৃষ্টির সীমায় তখনো তার শহরের মিনারগুলো,
আমার উত্তেজনা আর আনন্দের চিৎকারে 
হঠাৎ তার হাত দুটো আমাকে তুলে নিয়ে ফিরে গেলো তার শহরে
আমার আর ফেরা হলো না আমার শহরে৷
যে শহরে ভেজা শরীরে শালিকের মতো দলবেঁধে ছুটেছিলাম প্রহরের পর প্রহর
মাঝগাঙে নদীর ঢেউয়ের তালে তালে নিত্য উঠেছিল মনন জুরে
সে শহরে আর ফেরা হলো না আমার৷