ইতির পরে সৃতি

ইতির পরে সৃতি

রাসেল আহমেদ সাগর 

ভাবছি নিজেকে গুটিয়ে নেবো 

সাদা কাগজে কলমের কালো দাগ, 

মোবাইলে মান অভিমান চল-চাতুরী 

স্বার্থপর দেখলে উঠে যত রাগ । 

ক্ষনিকের আবেগে গড়ে উঠা সম্পর্ক 

স্বার্থের আঘাত পড়লে মিলে তিরস্কার,

অহেতুক বাহ বাহ সাদুবাদ 

এমন খ্যাতির নেই কোন দরকার। 

ছলনাময়ীর ছলনায় কলিজা পুড়ে 

কেন করবো আঙ্গার ছাই, 

মানবতা ভালবাসা আগের মত 

কোথাও খোঁজে নাহি পাই। 

মনের সাথে মিথ্যা নাটক 

ভালো থাকার কতোই না অভিনয়, 

খাঁটি জিনিস সয়না পেটে 

তাইতো শুধু নয় ছয়।

অবেলা অভিশাপ মিথ্যা স্বপনে  

অন্তরে লাগে এতো ব্যাথা, 

আপন মানুষ মুখোশ পড়ে 

জ্বালায় বুকে যখন চিতা। 

দিন রাত কাটানো মধুর সময় 

হঠাৎ করে হয়ে যায় বিষ, 

পাড়া পড়শী সবাই তখন 

হট্ট হাসে করে ফিসফিস। 

কিসের জন্য করবো বলো 

এতো কিছু কামাই, 

স্বার্থের পৃথিবীতে নিদ্রাহীন চোখে

একটু শান্তির ঘুম যদি না পাই। 

খুব সহজে বদলে যায় সবাই 

নিজের সুখের জন্য দিয়ে সব ইতি, 

আমি না হয় হলাম চিরদুখী 

বুকেতে থাকিনা নিয়ে সকল কষ্টের সৃতি।