সিলেটে বর্ণিল আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে বর্ণিল আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাভাষী ডেস্ক::

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন নানা স্তরের মানুষ। শহীদদের শ্রদ্ধা নিবদেনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের জন্মদিন উদযাপন।

সকালে শহীদ মিনারের গিয়ে দেখা যায়, নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহীদ মিনারে সমবেত হয়েছেন তারা। মিছিল নিয়েও এসেছেন অনেকে। বেলা বাড়ার সাথেসাথে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের পুরো বেদি।

স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে নগরের আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষার্থীরা।

এদিকে, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতার উচ্ছ্বাসে আবালবৃদ্ধবনিতা সেজেছেন লাল-সবুজের পতাকার আদলে।