ইতিহাসের পাতায় অ্যান্ডারসন-ব্রড জুটি

বাংলাভাষী ডেস্কঃঃ

ক্রিকেটের লংগার ভার্সনে ১ হাজার ১টি উইকেট শিকার করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড।

তাতে ইতিহাসের পাতায় ইংল্যান্ডের এই পেস-যুগল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল বোলিং জুটির রেকর্ড এখন তাদের দখলে।

মাউন্ড মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ম্যাকগ্রা-ওয়ার্নের রেকর্ডে ভাগ বসান অ্যান্ডারসন-ব্রড।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের তৃতীয় সেশনে ডেভন কনওয়েকে বোল্ড করেন ব্রড। তাতেই রেকর্ডটি এককভাবে দখলে নেন দুই ইংলিশ পেসার।

তৃতীয় দিনে সবমিলে ৪ উইকেট শিকার করেছেন ব্রড। অ্যান্ডারসনের সঙ্গে মিলে মোট ১হাজার ৫টি টেস্ট উইকেট শিকার করেছেন তিনি।

১৩৩ টেস্টে জুটি বেধে এই রেকর্ড গড়লেন তারা। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি বোলার জুটি বেঁধে খেলেছিলেন ১০৪টি টেস্ট ম্যাচ।

শনিবারের খেলা শেষে ব্রড বলেছেন, ‘ম্যাকগ্রা এবং ওয়ার্ন আমার বেড়ে ওঠার নায়ক ছিলেন। (জিমি এবং আমি) অবশ্যই এই দুজনের ধারেকাছেও নেই। তারা এই খেলার জন্য যা করেছে তা সত্যিই বীরত্বপূর্ণ ছিল।’