ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল

বাংলাভাষী ডেস্কঃঃ

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত।

সোমবার (৬ মার্চ) ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দেন আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

প্রধানমন্ত্রী থাকাকালে দেশের জন্য পাওয়া সম্পদগুলো বেআইনিভাবে বিক্রির অভিযোগে করা মামলার শুনানিতে ক্রমাগত উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরই প্রেক্ষিতে রবিবার ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোর যায় পুলিশ। কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় তারা। তাকে গ্রেপ্তার না করেই ফিরতে হয় তাদের।

এর আগে গত সপ্তাহে একই আদালতে ইমরান খানের বিরুদ্ধে তিনটি মামলার শুনানি হয়। সেখানেও উপস্থিত ছিলেন না ৯২’র বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহ বলেছেন, আগামীকাল ৭ মার্চ নির্ধারিত আদালতে হাজিরার দিন রয়েছে ইমরান খানের। তবে তিনি যদি হাজির হতে ব্যর্থ হন তাহলে পুলিশকে তাকে গ্রেপ্তার করতে হবে ও আদালতে হাজির করতে হবে।