ওয়ারীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলাভাষী ডেস্কঃঃ

প্রায় একঘণ্টা চেষ্টার পর রাচজধানীর ওয়ারীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, ওয়ারী পুলিশ ফাড়ি সংলগ্ন ওই ভবনের একটি বেবিশপের শোরুমে আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আগুনের কারণ জানা যাবে।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপরই বেবি শপের শোরুম থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।  এক সময় আগুন ভবনের দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।