কী খেলা খেলিছো শূন্যপুরে বসে

কী খেলা খেলিছো শূন্যপুরে বসে
গোলাম রববানী
বড় সাধ জাগে 
গো দয়াল বড় সুখে আত্মঘাতী হতে!
আমার ইচ্ছে করে আজ আত্মঘাতী হতে।
ইচ্ছে ছিলো জগৎটারে দেখবো ভবে
ইচ্ছে গেছে ডুবসাগরের পাতালপুরীর বনে
দেখছি তো কাঙ্গালটারে আষ্টেপৃষ্ঠে কুরে কুরে খাচ্ছে
মৎস্যন্যায়ের মতন এক দেশ আরেক দেশের চাচ্ছে
তাই নিয়ে ভাই বড় ভায়েরা কী দারুণ হাততালি দিচ্ছে!
আমার বড় ঘৃণা হয় ঘৃণায় যে মরে যেতে ইচ্ছে হয়
ঘৃণার ভয়াল থাবা দিলেম ছুঁড়ে পক্ষের পরাশক্তির গায়!
নিশ্চিত জেনে রেখো ফিলিস্তিনের হবে জয় হবে জয়
ওরা আমার নবী-রাসুল আর আল কুরআনের অনুসারী তাই
অন্তর্যামীর হিসেব মিলানো সত্যিই বড় দায়! হবে জয়! হবে জয়।
শিয়াল কুকুর হায়েনা কিংবা 
হিংস্র জন্তু জানোয়ার খেলে তো কোনো কথা নয়
ওহে বুদ্ধিজীবীর দল বলো তো কী করে হবে আজ মানবতার জয়!
চারিদিকে আজ ক্ষয় ক্ষয়ে যায় যে মানবতার অবক্ষয়! 
চারিদিকে আজ জয় ইহুদি আর বিধর্মীদের বিজয়কেতনের জয়! ওরা শুধু ক্ষমতার দাপট দেখিয়ে যায়!
কিন্তু দেখানো জয় যে হাওয়াতেই গুলিতে যায়!
বে আইনকে আইন করলেই কী সত্য চেপে যায়;
সত্য যে সূর্যের মতন চিরকাল আলো ছড়িয়ে যায়।
কে কবে চিরকাল  ক্ষমতার দাপট দেখাতে পেরেছে এ দুনিয়ায়!! 
এক নিমিষেই দেখো উলোট পালোট করে দেবে ঈশ্বর  অব্যয়!
চারিদিকে শান্তির পতাকা আর ফোয়ারা উড়বে ঝরছে নিশ্চয়! 
আমার বড় ঘৃণা হয় ঘৃণায় গায়ে গা লাগিয়ে কোথায় চলে যায়?
ওরা আজ আস্তো গিলে গিলে খাচ্ছে
আজ মানুষ মানুষের রক্ত কী করে খাচ্ছে?
ওরা কী মানুষ! ওরা আসলে মানুষ নামের জানোয়ার! 
খাচ্ছে আরো আরো তো চাচ্ছে; অবাক পৃথিবী শুধু তাকিয়ে দেখছে! দূর প্রতিবাদ করে কতটুকু সমাধান হচ্ছে? 
যাও না এগিয়ে ওরে ওরে আমার জাতভাই। 
ওদের লাগি সমস্ত পূতাত্মা কাঁদে ওরা যেঁন পাই ঠাঁই।
আজকের দিনে আর কিছু চাওয়া নাই ওগো ও সাঁই!
ওরা তো রক্ত খেকো 
ভ্যাম্পায়ার আর রক্তচোষা বাদুড়ের মতো
বেবি শিশুর মতন ফিডার টেনে টেনে খাচ্ছে
আর আরাম সারাম পাচ্ছে 
দুধের বদলে গরম গরম রক্ত শুধু টেনে টেনে খাচ্ছে
আমার মায়ের রক্ত খাচ্ছে
আমার বাবার রক্ত খাচ্ছে
আমার বোনের রক্ত খাচ্ছে
আমার সন্তানের রক্ত খাচ্ছে
আমার স্বজনের রক্ত খাচ্ছে
আমার পড়শীর রক্ত খাচ্ছে।
ওদের পেট আর কতো বড় হবে!
আমি অম্বলের রোগ হয়ে ওদের বিস্ফোরিত হাওয়াতে অভিশাপ দিয়ে দেবো
ওরা বিলিয়ে গুড়িয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে
আমি বিশ্ব মানচিত্র সুদ্ধ খেয়ে ইজরায়েলের মুখে একদম বমি করে দেবো
আমি সপ্তসাগর জল পান করে করে ওদের চিহ্ন বমি করে সত্যিই ভাসিয়ে দেবো
আমার বড় ঘৃণা হয় ঘৃণায় যে মরে যেতে ইচ্ছে হয়
সোশ্যাল মিডিয়ার সাথে প্রিন্ট  মিডিয়া 
অথবা ইলেকট্রনিক মিডিয়া মিলেমিশে আজ কী খবর আনছে
খবর দেখে মান হৃদয় পুড়ে পুড়ে গোরস্তান হয়ে যাচ্ছে।
 
দেশ দেশের খাচ্ছে 
আকাশ আকাশের খাচ্ছে
ভূমি ভূমির খাচ্ছে
সীমান্ত সীমান্তের খাচ্ছে
প্রাচীর প্রাচীরের খাচ্ছে
কাঁটাতারের বেড়া কাঁটাতারের খাচ্ছে
গুষ্টিসুদ্ধ রকেট স্পিডে আস্তো খেয়ে একদম 
উদ্ধার করে দিচ্ছে! 
করোনা করোনার খাচ্ছে 
অদৃশ্য অদৃশ্যের খাচ্ছে
তবুও খাওয়াখায়ির দুনিয়ায় পেটটা কী ভরছে?
মনটা কী ভরছে?
শুধু শুধু হৃদয় পুড়ে যাচ্ছে!
আর অন্তর পুড়ে খাক হয়ে যাচ্ছে।
এ কেমন জ্বালা দিয়ে পাঠালে ওগো দয়াময় অন্তর্যামী 
কেউ সুখী নেই ওগো বিধাতা ধরিত্রীর কোনো মানব-মানবী!
কেমন সুখের পৃথিবী পেলাম বলুন তো আজ হাতে?
ওগো খোদা তোমার রাজ্যে সবকিছু তো তোমার-ই হাতে!
তবে এ কেমন খেলা খেলিছো তুমি শূণ্যপুরে বসে??
আমার ইচ্ছে করে আজ আত্মঘাতী হতে
খোদা ক্যানো বলো না আত্মহত্যার অধিকার আছে!