কিছু চেনা দীর্ঘশ্বাস

কিছু চেনা দীর্ঘশ্বাস

সুচিতা সরকার 

কিছু দীর্ঘশ্বাস শোনা যায়,

আমার বন্ধ চিলেকোঠার ঘরে।

অবাক আমি। ওরা কারা যারা শব্দ করে? 

জ্বলন্ত পেট তো আর আওয়াজ করে না ক্ষুদায়!

তৃষ্ণার্ত চোখও তো আর ভাসে না তৃষ্ণায়!

তবে কেন কেউ আমায় কান্না শোনায় ? 

চোখ বন্ধ হয়ে আসে অজানা এক তীব্র টানে।

উথাল-পাতাল হৃদয়ের ঘরের কোণ।

কেন ডাক শুনি আমি , ওরা কি আমায় চেনে? 

আশঙ্কার মেঘ ফেটে, হঠাৎ বুকের খাদে বৃষ্টি নামে ।

ভেসে ওঠে কিছু চেনা লাশ, 

একদিন জীবন্ত পুড়েছিল যারা, মরেছিল প্রাণে। 

সমাধিস্থ আজ ওরা, 

আমার চিলেকোঠার বন্ধ দ্বারের ওপারে।

হ্যাঁ! ওদের আমি চিনি। 

সাধের 'ইচ্ছে' বলে ওদের ডাকতাম এককালে।