কোথাও নেই

কোথাও নেই

পারভীন শীলা

যদি অবেলায় চলে যেতে হয়

যদি আর কখনো ফিরে না আসি

যদি এই ভোর আর কোনোদিন ভোর না হয়

যদি দিনশেষে আর কোনোদিন না খুঁজি তোমায়

তবে ভেবে নিও এই আমি নেই-কোথাও নেই!!

যে ভোরের শিশির সকালে ফুরায়

যে মেঘেরা শূন্যে উড়ে পৃথিবীতে বৃষ্টি ঝরায়

যে পাখিরা গান শোনায় ভোরের বেলায়

যে ফুলেরা হেসে উঠে নরম রোদে

       ওরাও জানবে একদিন -

      আমি নেই-কোথাও নেই!!

এই যে নদীর এপার ওপার করি নিত্য ভোরে

এই যে জলের গভীরতা খুঁজি সকাল-সাঁঝে

এই যে নীরব হয়ে দেখি জলের ঢেউ

এই যে এতো কথা হয় ওদের সাথে নীরবে

      ওরাও বুঝবে একদিন-

      আমি নেই-কোথাও নেই!!

০০০০