কানাইঘাট জকিগঞ্জে সাবেক এমপি সেলিম উদ্দিনের ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু

কানাইঘাট জকিগঞ্জে সাবেক এমপি সেলিম উদ্দিনের ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু

বাংলাভাষী ডেস্ক:

 সিলেটের নিজ নির্বাচনী এলাকায় না থাকতে পারলেও প্রতিটি এলাকার বন্যার্ত মানুষের মাঝে সহায়তা পৌছে দেয়ার ব্যাপক উদ্যোগ নিয়েছেন সিলেট ৫ ( কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনী আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. সেলিম উদ্দিন । সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সেলিম উদ্দিন তার ছেলের বিবাহের কারনে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত এক সপ্তাহে বন্যা পরিস্তিতির অবনতির খবর পেয়ে নিজ নির্বাচনী এলাকার মানুষের জন্য পাঁচ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রেরণের উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে সেলিম উদ্দিন তার পিতা মাতার নামে প্রতিষ্টিত -আজিজুন ফাউন্ডেশনের অর্থায়নে রোববার থেকে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

সেলিম উদ্দিনের একান্ত সচিব রুহুল আমিন এ প্রতিবেদককে জানিয়েছেন ,পাহাড়ী ঢলের কারণে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫,০০,০০০/= (পাচঁ লক্ষ) টাকা ত্রাণ বিতরণের জন্য ঘোষণা দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আছাদ-আজিজুন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম উদ্দিন। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা ত্রাণ বিতরনের উদ্দ্যোগ নেন। জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে বন্যার্তদের মাঝে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান। 

সেলিম উদ্দিন ইতোমধ্যে দুই উপজেলাসহ সিলেটের বন্যা পরিস্থিতিতে ব্যাপক উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দূর্যোগপূর্ণ এলাকাসমুহে সরকারী ত্রাণ সামগ্রী প্রেরণের পাশাপাশি সমাজের বিত্তশালী সহ সকল রাজনৈতিক পেশাজীবী সংগঠন সমুহকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।