কবি শেখ শামসুল ইসলাম এর কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

কবি শেখ শামসুল ইসলাম এর কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

শাহারা খান (বিশেষ প্রতিনিধি)

 ২১ ডিসেম্বর মঙ্গলবারে কবি শেখ সামছুল ইসলামের তিনটি কাব্যগ্রন্থ-ভালোবাসার স্মৃতি,আসা যাওয়া ভবের খেলা,গ্রাম বাংলার রূপকথা ও জীবনের গল্পের মোড়ক উম্মোচন হলো London Micro Business Center এ।এক এম আব্দুল্লাহর পরিচালনায় এবং ডক্টর সামছুল হক চৌধুরী(কার্যকরী সভাপতি শ্রমিকলীগ যুক্তরাজ্য)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্পিকার আহবাব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-কাউন্সিলার জেনেত রহমান(ডেপুটি স্পিকার)টাওয়ার হ্যামলেটস কাউন্সিল,কাউন্সিলার সাবিনা আক্তার,মুক্তিযোদ্ধা আবুল কাশেম,কাউন্সিলার শাহ সুহেল আমীন।আব্দুল বাছিত(সিনিয়র সভাপতি শ্রমিকলীগ),আমিনুল হক হিলু,সৈয়দ হেলাল সাঈদ,সাংবাদিক মুহিত ইকদার সহ আরও অনেক কবি সাহিত্যিক,সাংবাদিক,এবং মিডিয়া ব্যক্তিবর্গ।

     কবির তিনটি বইয়ের উপর পর্যালোচনা করেন কবি ও নাট্যব্যক্তিত্ব মুজিবুল হক মনি।অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।অত:পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।অত:পর বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন শেখ রেহান উল্লাহ ইউকে ট্রাস্টের সহ সভাপতি শেখ কামাল হোসেন।কবির বই থেকে আবৃত্তি করেন কবি আসমা মতিন,কবি হাজেরা কোরেশী,কবি শাহারা খান,কবি নুরুল ইসলাম প্রমূখ।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবুবকর খান(সহ সভাপতি শ্রমিকলীগ)আমিনুল হক হিনু,হিলাল সাঈফ,সৈয়দ বেলাল,আব্দুল কাদির,কবি শাহ শামীম আহমেদ,সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সাধারন সম্পাদক কবি ছড়াকার এম মোশাহিদ খান,প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাহাম পাশা,হারিক কামালী(সাংগঠনিক সম্পাদক শ্রমিকলীগ),কবি মুহিদ সহ উপস্হিত আরও অনেক গুণীজন।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবিকে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়/

       কবি সামছুল ইসলাম তার বক্তব্যে উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তার লেখার অনুপ্রেরনা ব্যক্ত করতে গিয়ে ক্লাস টিচারের বলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প উল্লেখ করে বলেন-উনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের’জল পড়ে পাতা নড়ে’কবিতার লাইন শুনিয়ে ছাত্রদের একদিন বলেছিলেন,উনি যদি প্রকৃতির এই দৃশ্য দেখে কবিতা লিখতে পারেন তোমরা কেন পারবেনা।সেই থেকে উনি অনুপ্রানিত হয়েছেন।ছোটবলায় আব্দুল করিম,কারী আমির উদ্দীনের গানের আসরে যেয়ে যেয়ে গান লেখার প্রতিও আগ্রহী হন।

      কবি সামছুল হক অত্যন্ত বিনয়ী এবং সরল মনের মানুষ।প্রবাসে বসে মা মাটির টানে ব্যস্ততার মাঝেও নিজেকে নিয়জিত রেখেছেন সাহিত্য চর্চায়।তার লেখার ফুটে উঠেছে আবহমান বাংলার ছবি,স্বদেশ প্রীতি এমনকি আধ্যাত্মিক ভাব।বইটি পাঠকের কাছে জনপ্রিয়তা পাবে এটাই প্রত্যাশা করি।