বৃন্তি (৭ম পর্ব

বৃন্তি (৭ম পর্ব

মালা মুখোপাধ্যায় 

কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে

বৃন্তি খরস্রোতা থেকে স্থির জলে

নদীর মোহনায়

বৃহতের সঙ্গে গন্তব্যে। 

আজকাল আর বৃন্তি কথা বলে না --

বায়না করে না---

কেমন যেন ব্যস্ত থাকে সবসময়

আলাপনে

অতি সংগোপনে

মনের সঙ্গে মনে

তলহীন মহাসমুদ্রে

দৃষ্টি স্থির 

অমৃতের সন্ধানে। 

বিষয়ের গভীরে 

গভীর মনোনিবেশে

ভৈরবী রাগে

বিমোহিত বৃন্তি 

দৃষ্টি আকাশে। 

ব্যস্ত বৃন্তি কাজ করে চলে

ছোট্ট ডিঙি নিয়ে

সেই ডিঙিতে কখনও দাঁড় ধরে শিবুদা

কখনও হাল ধরে বৃন্তি।

কখনও মন চলে উড়োজাহাজে

পাইলট বেশে বিদেশে

শিবুদার চেম্বারে। 

দূরে সরষে ফুলের জমি

হলুদের রকমারি

আকাশে বৃষ্টির লুকোচুরি

মেঘের আনাগোনা

খুনসুটি ভরা

অসময়ে সর্বনাশা। 

একান্ত আপন চিলে কোঠার ঘরে

ঠাঁই নিয়ে বৃন্তি

ভাবুক মনে

প্রশ্ন করে চলে,

এই যে শিবুদা-----,

শুনতে কি পাচ্ছো ?

বলতে কি পারবে ?

প্রেমের পূর্ণতা

মিলনে না বিরহে ?