কবিতার সন্ধানে

কবিতার সন্ধানে


মোঃ হা‌বিবুর রহমান

কবিতার সন্ধা‌নে ঘু‌রেছি, ক‌রেছি অ‌নেক সাধনা-
কিন্তু ক‌বিতার দেখা মে‌লে‌নি আজও।
ক‌বিতা তো আর বাজা‌রে কেনা যায় না
কিংবা মা‌টির তৈরী কোন পুতুলও না
যে, তা‌কে মা‌টি দি‌য়ে দুহা‌তের যাদু‌তে তৈরী কর‌বো।
নামকরা আর বিখ‌্যাত ক‌বি‌দের কত ক‌বিতা পড়লাম-
ম‌নে আ‌সে, মু‌খেও আ‌সে কিন্তু লিখ‌তে গে‌লে------
শব্দগুলো হা‌রি‌য়ে যায় প্রশা‌ন্তের অশান্ত ঢেউ‌য়ে।
তবুও আ‌মি ব‌সে নেই-
কোন এক বস‌ন্তে পূর্ণিমার জ্যোৎস্না ভরা রা‌তে
মনপ্রাণ উজাড় ক‌রে লিখে ফেল‌বো হয়ত
একটা চমৎকার ক‌বিতা!
হয়ত সে‌দিন নি‌জেই হ‌বো হত‌বিহ্বল
ক‌বিতার ভাব আর শব্দচয়‌ণের যাদু দে‌খে।
সে‌দিনের সেই স্বপ্নটি‌কে ভাব‌তে ভাব‌তে তাই অাজও অ‌ব্দি রইলাম অপক্ষায়,,,,,,,,,,,,