সবুজ পথ

সবুজ পথ

আসমা মতিন 

শতযুগ অপেক্ষা আমার 

ভাঙ্গা তরী খানি বেয়ে বেয়ে!

অবশেষে তোমাকে পেয়েছিলাম।

আমাদের ফুলশয্যার রাত

চারিদিকে অসংখ্য মুক্তির গান

আঁকড়ে ধরে ক্ষতবুকের মাঝে

জীবনের অর্থ তখন তাহা চিনেছি।

হাড়ে হাড়ে তোমার দুঃস্বপ্নের কথা 

আমাকে জানিয়েছিলে।

সে রাত পোহাতেই একটি নুতন সুর্য

 একটি সবুজ দেশে।

দুই হাতে চেপে ধরে 

কত যে কীর্তন তোমার কি মনে আছে?

সেদিন থেকেই আমাদের মুক্ত হাত 

আমাদের মুক্ত মন।

আমরা এখন আকাশের পথে পথে 

পতাকা উত্তলন করি!

জল,পাহাড়ের বুকে 

প্রতিটি নবজাত শিশুর ঘরে 

পতাকা উত্তলন করি।

তাহারাও এক একটি পতাকাবাহক হবে 

সবুজ পথ ধরে হেঁটে হেঁটে দেশ দেশান্তরে 

সুগন্ধি পথ স্বাধীন পথ 

পৃথিবীর সখল পথ যেনো লাল সবুজ লাল।