ক্যাকটাস : কাঁটা এবং ভিলেনিপনা

ক্যাকটাস : কাঁটা এবং ভিলেনিপনা

কবিরুল ইসলাম কঙ্ক 

পিঠে ছুরি মারো অথবা কবিতা, কিছুই যায় আসে না 

ফলার বিদ্ধতা স্পর্শ করবে না হৃদয় সাম্রাজ্য 

শরীর বেয়ে আসন্ন রক্তপাত কিংবা যন্ত্রণা 

পরোয়া নেই তীব্র কিছুরই। 

হাভাতে স্বপ্নরা এই গলি এড়িয়ে চলে 

এখানে ঝিংচ্যাক কোনো দেখনদারি নেই 

আপাদমস্তক বেহায়া উচ্চিংড়েরা বেহদ চরে বেড়ায় 

আপন পছন্দের বজ্র-সম্ভাবনাময় জমিতে। 

এসো হে কাঁটা ! তোমার বন্দনায় পেতেছি পেলবতা 

রক্তভুক তীক্ষ্ণ নরুন দেখে নিক সপাপবিদ্ধতা।