করোনা শনাক্তের সংখ্যা প্রকাশ করবে না চীনের স্বাস্থ্য কমিশন

করোনা শনাক্তের সংখ্যা প্রকাশ করবে না চীনের স্বাস্থ্য কমিশন

বাংলাভাষী ডেস্কঃঃ

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আর প্রকাশ করবে না জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। রবিবার থেকে দেশটির স্বাস্থ্য কমিশন এটি বন্ধ করেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কঠোর বিধিনিষেধ ও লকডাউনবিরোধী বিক্ষোভের পর চীনে করোনার প্রকোপ বেড়ে গেছে।

রয়টার্স জানায়, রবিবার থেকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। সংস্থাটি গত তিন বছর বা তারও বেশি সময় ধরে চীনের দৈনিক করোনা শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করছিল।

তবে কেন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আর প্রকাশ করবে না- সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন থেকে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘রেফারেন্স ও গবেষণার জন্য কোভিডের প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।’

এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এক দিনে দেশটিতে অন্তত ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।

গত শুক্রবার দেশটির সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যা দেশটির মোট জনসংখ্যার ১৮ শতাংশ। সেই হিসাবে দৈনিক সংক্রমণ গড়ে ১ কোটি ২২ লাখ।

এদিকে চীনে এবার করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে জাতীয় স্বাস্থ্য কমিশন।