কষ্টগুলো বুক পকেটে রাখি"

কষ্টগুলো বুক পকেটে রাখি"

   রফিকুল ইসলাম

দূর থেকে কে যেনো ডাকছে আমায় 

তৃষ্ণার্ত বুকে

দীর্ঘশ্বাসে কত অতৃপ্ত বেদনা বাজে 

অলক্ষ্যে ছুটে চলা নদীজল খোঁজে।

বোধহীন অনুভবে আলস্যে ভারে রয়ে গেছে

কত রসনা কত বাসনা মনের মাঝে

দুখের মৃন্ময়ী ভাসায় জলে

চলে গেছে বিসর্জনের বিদ্যায় সাজে।

সাজিয়ে মিথ্যা সুখ মেঘলা দিন বড় অসহায় মনে হয়

জলে ভরা আকুলিত ধানের ক্ষেত বাদল হাওয়া বয়

বিষন্ন বিষাদে কাটে দিন অপরাধবোধে জাগে চিন্ময়।

নির্জন নীরবতার ডানায় বসি ঝিম ধরে

সন্ধ্যা এসে পাখিদের নিয়ে যায় ঘরে

দিনশেষে কষ্টগুলো বুক পকেটে রাখি ভরে। 

অনিমেষ জাগি আকাশ চুয়ে পড়ে থৈ থৈ জোছনার আলো 

উদাস মনে লাগে না ভালো। 

কখনো ভরা পূর্ণীমায় জোয়ার আসে চোখের জলে 

বিস্তীর্ণ রাত ডুবে যায় অনুভূতির অতলান্ত তলে।

হতশার নীল রঙে নীলসাগরে কাটি ডুবসাঁতার

আমি আকাশ দেখি দূরত্ব মাপি আকাশে তারার।

সীমাহীন সবুজের মত হৃদয় অরণ্যে নৈঃশব্দের ঘোর মাতে 

কষ্টগুলো বুক পকেটে রাখি হাঁটি ব্যাকুল পায়ে পরিত্যাক্ত পথে।