প্রথম প্রেমের স্মৃতি

প্রথম প্রেমের স্মৃতি

বিচিত্র কুমার 

তোমাকে যত ভুলে যেতে চাই

ততো বেশি মনে পড়ে স্মৃতি,

আঁধারে জ্বলে ধিকধিক করে 

জ্বলন্ত মোমের বাতি।

গলেগলে শেষ হয় সেই জ্বলন্ত প্রদীপ 

তবু বুকে থাকে অবশিষ্ট অঞ্জলি,

সাদা কাপড়ে যেমন ওঠেনা

বারবার ধুয়েও রঙের কালি।

শতাব্দীর পর শতাব্দী আমি শতরূপে শতবার 

গেঁথেছি প্রেমে নিত্যনতুন ফুলের মালা,

তবু মনে পড়ে তোমার কথা

নিশিতরাতে একলা বালা।

ঋতুর পর ঋতু যায়

জোযার ভাটা পথ হারায়,

তবু বসন্ত এসে মন রাঙায়

এখনো সেই কোকিল ঘুমভাঙ্গায়।