খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল

বাংলাভাষী ডেস্কঃঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছিল। পরে বাসায় এনে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সোমবার রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে রাজধানীর গোপীবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে এই সরকার জনগণের পকেট কাটছে। তাদের কাজই জনগণের পকেট কাটা। এই পকেটমারকে ধরার সময় এসে গেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার বিএনপির ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সরকারের উদ্দেশে তিনি বলেন, গদি ও পুলিশ প্রশাসন ছেড়ে মাঠে আসুন। দেখা যাবে কার কত সাহস। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের শক্তি যাচাই করুন। 

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনায় মির্জা ফখরুল বলেন, সিইসি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করছে। অথচ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর হামলা হয়েছে। যেই ইসি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে পারেন না, তারা নাকি আবার জাতীয় নির্বাচন করবে। অনেক হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।