গ্রামের নাম নন্দীবাড়ী

গ্রামের নাম নন্দীবাড়ী

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া 

   কী অপরূপ শস্যশ্যামল

মোদের সেরা গ্রাম,

তুরাগ নদীর বিলে ঘেরা

নন্দীবাড়ী নাম।

হিন্দু মুসলিম খ্রিস্টানসহ

হাজার লোকের বাস,

ধর্ম বর্ণ নির্বিশেষে

কাটাই বারো মাস।

শিশির বিন্দুর রূপ দেখি আর

শুনি পাখির গান,

ফুলের কোলে অলির পিরিত

জুড়ায় মন ও প্রাণ।

বছর জুড়ে সোনার ফসল

বাড়ায় গাঁয়ের মান,

সবার মুখে সুখের হাসি

চাষির মুখে পান।

বিল-নদী দেয় মাছের জোগান

গোলায় ভরা ধান,

খেয়েপরে আছি বেঁচে 

সব'ই প্রভুর দান।

শতভাগ লোক শিক্ষিত আজ

স্কুল আর কলেজ রয়,

কলিকালের এলে কুফল

তাতে লাগে ভয়!