চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ

বাংলাভাষী ডেস্ক :

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতা এলার্ট-৩ জারি করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম। একই সঙ্গে জেটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাহাজসমূহকে।

সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সচিব ওমর ফারুক এতথ্য জানান।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তার। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। বন্দর জেটিতে থাকা জাহাজসমূহকে নিরাপদ দূরত্বে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বহির্নোঙরে থাকা জাহাজসমূহকেও নিরাপদে নোঙরে থাকতে বলা হয়েছে। বন্দরে এখন সবধরনের কনটেইনার হ্যান্ডলিং ও অন্যান্য অপারেশনাল কার্যক্রম বন্ধ আছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া দপ্তরের সতর্ক সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বলেও সূত্র জানিয়েছে।