চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ

পরাণ মাঝি 

যে পাখিটি একদিন যাবতীয় মেঘ সরিয়ে আকাশ দেখবে বলে,মেলেছিল ডানা অনন্ত উড়ানে। 

দূর থেকে শ্রেয়সী চাঁদও বলেছিল গোপনে--- 

এসো একদিন আমার বাড়ি 

দেখে যেও চন্দ্রিমা 

একা আমি, ভীষণই একা।

মেঘের পর্দা সরাতে সরাতে পাখিটি যখন 

পৌঁছে গেল চাঁদের কক্ষপথে 

তখন ঘোর চন্দ্র গ্রহণ -----

কোনো পাখি মানুষ হয় না তবে কোনো কোনো মানুষ একা হলে পাখি হয়।