চিৎকার

চিৎকার


।। এবিএম সোহেল রশিদ।। 

একটি চেকপোস্ট, কিছুক্ষণ  ধস্তাধস্তি 
অনুমতি নেই চলাচলের, মেনে নিলাম 
সকালে বাড়িওয়ালা, ভাড়া চাই? অস্বস্তি 
চুলা জ্বলেনি, পকেট মরুভূমি! কাঁদলাম!
.
সবই দেশের কল্যানে, তবে আমার কল্যান কই
ভেতরের গহীনে হইচই! ঘুমিয়ে আছে অধিকার 
অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তায় জগ্রত হবই 
কারো ভৃত্য নই, ক্ষুধার দাবি পাক অগ্রাধিকার। 

.
আইন বোঝ, আদালত বোঝ, মুভিং পাস বোঝ 
কিন্তু রক্তে কেনা সাংবিধান বোঝ না 
দেশ বোঝ, প্রশাসন বোঝ, রাষ্ট্রীয় ক্ষমতা বোঝ 
বুভুক্ষু বাঙালির অসহায়ত্বের চিৎকার শোন না। 
.
সেদিন আর বেশি দূরে নয় 
ধেয়ে আসছে পুঞ্জীভূত ক্ষোভের প্রলয়
বাহান্ন একাত্তর বুমেরাং হয়ে দাঁড়াবে 
তখন তুমি কোন পথে পালাবে?