ছায়া প্রেম

ছায়া প্রেম

আব্দুছ ছালাম চৌধুরী 

বিস্তীর্ণ ওই আকাশের-সাদা কালো মেঘের ছায়ার ওপাশে কে গো?

কে এমন আছে যে, আমার হৃদয়ে প্রেমের আলপনা আঁকবে।  

আমি তো বেশ সুখেই আছি—

আমি তো ভূপৃষ্ঠের গোলাপ দেখেছি,তার পাপড়িও দেখেছি— 

তার গন্ধ সুধা নিঃশ্বাসে নিয়ে -কেবলই মুগ্ধ হয়েছি। 

আমি তো—

বেলা শেষে,ওই পাখিদের আপন নীড়ে ফিরে যেতে দেখেছি

আপনজনের আলিঙ্গনে ঘুম পাড়ানী গান শুনেছি 

দেখেছি—মমতার পরশে কেটে যেতে রাতের অন্ধকার।

অতঃপর যখনই তাদের ঘুম ভাঙে, তখন শুনেছি কিচিরমিচির ধ্বনি 

তখন—ওই সূর্যের কিরণ আমারও চোখের পাতায় এসে উঁকি দিতো। 

তোমার কি কখনো মনে পড়ে না,কোনো একজন আছে, যে তোমার কথা ভাবছে?

কত-শত রজনী বিনিদ্রতায় কেটে গেছে তার

কখনো কি মনে হয় না—

সে তোমার দুটি চোখ, দুটি ঠোঁট,তোমার কাজল কালো কেশ নিয়ে এখনো ভাবনা বিভোর—

তার মনের আঙিনায়,সোনালি স্বপনে,তুমিই লোহার শিকলে বন্দী 

তোমারই একটু পরশ পেতে এখনো সে পথও চেয়ে আছে।

আমি বলছি না আমাকে ভালোবাসতে হবে

তুমি আমার ছায়া প্রেম হয়ে থাকো—

আমি বলছি—

আমি আলোক রশ্মি থেকে দূরে থাকবো

মেঘের আড়ালে থাকবো—

কখনো বৃষ্টি হয়েও ঝরবো না

কারণ—

কবিতার বিস্তীর্ণ আকাশে, তুমি যে আমার ছায়া প্রেম।