জাতিসংঘের বিশেষ দূতের পদ ছাড়লেন জোলি

বাংলাভাষী ডেস্কঃঃ

জাতিসংঘের শরণাথী সংস্থা ইউএনএইচসিআরে ২০ বছরের বেশি কাজ করার পর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন অস্কার জয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি তাদের বিশেষ দূত ছিলেন। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে এমনটি জানিয়েছেন ৪৭ বছর বয়সী এই হলিউড ডিভা।

পোস্টে জোলি লেখেন, ‘জাতিসংঘ যে কাজ করেছে আমি সেগুলোতে বিশ্বাস করি। বিশেষভাবে জীবনগুলো বাঁচানোর জন্য তারা জরুরী ত্রাণ সাহায্য প্রদান করেছে, আমি এখন থেকে সেই সংস্থাগুলোর সঙ্গে কাজ করবো যারা সংঘাতের কারণে সবচেয়ে আক্রান্ত এলাকাগুলোতে মানুষদের বাঁচানোর জন্য চেষ্টা করছে। যারা তাদের জন্য সবচেয়ে ভালো কন্ঠস্বর হিসেবে কাজ করে চলছেন।’

অ্যাঞ্জেলিনা জোলি আরও লেখেন, ‘শরনার্থীরা হলেন সেই মানুষরা যাদের আমি এই পৃথিবীতে সবচেয়ে প্রশংসা করি এবং আমি তাদের জন্য আমার বাকি জীবন কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

তবে কাদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি এই হলিউড তারকা।

জোলিকে শরনার্থীদের জন্য ওকালতি করা সবচেয়ে উদ্দীপনাময় ব্যক্তিত্বদের একজন বলে উল্লেখ করেছে ইউএনএইচসিআর। একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘জোলি মানবতামূলক এবং মানবাধিকার বিষয়গুলোতে কাজ করা সীমান্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন। অবিশ্রাম ও ক্লান্তিহীনভাবে অ্যাঞ্জেলিনা জোলি আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি ৬০টির বেশি স্থল মিশনকে বহন করেছেন। তিনি মানুষদের দুর্ভোগ ও দুদর্শাগুলোর স্বাক্ষী ও সঙ্গী হয়েছেন। একই সঙ্গে তিনি আশা ও সহনশীলতার প্রতীক হয়েছেন।’

তিনি ইউএনএইচসিআরের সঙ্গে ২০০১ সাল থেকে কাজ করছেন। প্রথমে তিনি তাদের শুভেচ্ছা দূত ছিলেন। ২০১২ সাল থেকে তিনি তাদের বিশেষ দূত হিসেকে কাজ করে চলেছেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি ইউএনএইচসিআরের হয়ে যুদ্ধে আক্রান্ত ইউক্রেন, ইয়েমেন এবং বুরকিনা ফাসোর বাস্তুচ্যুত, সব হারানো শরনার্থীদের সঙ্গে দেখা করেছেন ও কাজ করেছেন।