জন্ম-মৃত্যু

 জন্ম-মৃত্যু

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

দেখেছ কি বিশ্বে?

এক প্রাণ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে দু'বার।

কিন্তু ধরণী'তে এসে

প্রতিটি ভোরে ঘুম ভেঙে সূর্যোদয়ের সাথে জন্ম নেয় পুনর্বার।

অনুপাতে বড় হয় সে

ইহকালীন প্রয়োজনে প্রাত্যহিক সময়ও কাটায় তার।

সারাদিনের ক্লান্তি শেষে

কেউ কেউ সূর্যাস্তের পরেই মরণ তরীতে হয় পার।

উৎকোচ পাবার আশে

কেউ'বা আবার রাতের কিয়দংশ করে সাবার।

জ্বালানী ফুরায়ে অবশেষে

হয় না রক্ষা- মৃত্যুতীর মারে বুকে ঘুমপাড়ানি আঁধার।

পরক্ষণটুকু থাকি কোথায়? ভাবায় জাগ্রত মানুষে,

চক্রাকারে এভাবেই চলছে প্রাণিজগৎ বারংবার।

হয় জন্ম-মৃত্যু প্রতি দিন-রাতে মিশে

এ বড় সহজ বিষয়,চলছে কিয়ামত অবধি চলবে প্রাণীকুলে