জীবন নদী

জীবন নদী

নাহিদ সুলতানা

দিন শেষে একবার, 

মুখোমুখি আয়নার

জেনে নিও নিজেকে

কে তুমি দাঁড়িয়ে!

মনুষ্য হৃদয় আজ 

তিলে তিলে ক্ষয়!

চারিদিকে শুধু যেন

এক স্বার্থের লড়াই!

ভালোবাসা, যত্নে, 

কেটে যাক আনন্দে,

বয়ে যাক জীবন নদী। 

স্নেহ, মায়ার বন্ধনে।