জামিন পেলেন ইমরান খান

বাংলাভাষী ডেস্কঃঃ

আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে আগামী ১৭ মে পর্যন্ত ইমরান খানকে যেন ৯ মে তারিখের পর দায়ের করা নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করা হয় সেজন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়িাজের বেঞ্চ ইমরানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে আদালতে হাজির করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে এক ঘণ্টা দেরিতে শুরু হয় শুনানি। শুনানি শেষে আদালত ইমরানের জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১১ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টিকে বেআইনি ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।

এর আগে, ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়াকে দেশের বিচারিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় অসম্মান বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এর পর পরই ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ আসে।

তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানির আয়োজন করা হয়।

শুক্রবার ১২ মে ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে উল্লেখ করে ইমরান খানের উদ্দেশে প্রধান বিচারপতি বৃহস্পতিবার বলেছিলেন, 'হাইকোর্ট যা সিদ্ধান্ত দেবে আপনাকে মেনে নিতে হবে।'