টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশের ক্রিকেটারদের বুকে বাঘের ছবি সম্বলিত লোগো। কিন্তু সেই বাঘের হুংকার আগে সব সময় শোনা যেত না। ইদানিং বেশ শোনা যায়। অবশ্য তা ওয়ানডে ক্রিকেটকে ঘিরে। ঘরের মাঠে যেমন শোনা যায় হুংকার, তেমনি ইদানিং বিদেশের মাটিতেও। তবে ঘরে মাঠেই বাঘের হুংকারটা বেশি। যেন পাকা শিকারি। ওত পেতে থাকে শিকার ধরার জন্য। এই শিকার ধরতে তারা আবার দেশের বাইরে থেকে কোচও নিয়ে এসেছে। এবার তাদের টার্গেট বনের রাজা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে শিকার করা। এই রাজাকে বাংলাদেশ ঘরের মাঠে দুইবার হারালেও কখনই জিততে পারেনি সিরিজ। এবার সেই টার্গেট ব্যক্ত করেছে।

লক্ষ্য পূরণে টস জিতে ব্যাটিং করতে নামবেন তামিম ইকবালের দল। দুই দেশের আজ ২২তম মোলাকাত। আগের ২১ বারের মাঝে ইংল্যান্ডের জয় ১৭ বার। বাংলাদেশ জয় পেয়েছে ৪ বার।

আজকের ম্যাচে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশ তাদের সর্বশেষ একাদশে এনেছে ৩টি পরিবর্তন। এনামুল হক বিজয় ও ইয়াসির আলী এবার দলেই নেই। তাদের পরিবর্তে দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া পেসার এবাদত হোসেনের পরিবর্তে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে।

আজকের ম্যাচ দিয়ে ৮ মাসেরও বেশি সময় পর আবার সাকিব ও তামিম একসঙ্গে খেলতে নামবেন। দুই জনে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের ২২ জুন সেন্ট লুসিয়াতে উইন্ডিজের বিপক্ষে। আজ যখন তারা একত্রে খেলতে নামবেন, তখন পেছনে দূষিত বায়ুর মত উড়তে থাকবে বিসিবি সভাপতির বলা সাকিব-তামিম দ্বন্দ্ব বিষয়। যদিও তামিম ইকবাল বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন মাঠে তার কোনো প্রভাব পড়বে না। পরে বিসিবি সভাপতিও ইউটার্ন দিয়ে বিষয়টি তিনি মিডিয়ার উপর চাপিয়ে দিয়ে শোনা কথা বলে জানান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসের শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ. আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।