‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত শিগগির’

বাংলাভাষী ডেস্কঃঃ

কোনো কোনো ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে এবং কেন হচ্ছে এসব বিষয়ে সংশোধনের জন্য রমজানের আগেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, বৈদেশিক অনুদান রেগুলেশন আইনসহ সংশোধনের জন্য নাগরিক সমাজ কর্তৃক প্রস্তাব’ শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

গত ৮ মাসের মধ্যে ডিজিটাল আইনের আওতায় ঘটে যাওয়া যেকোনো অন্যায্য বিষয় খতিয়ে দেখবেন এবং কারা কারা এই আইনের অপব্যবহার করেছেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, সুশীল সমাজের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর যেসব ক্ষেত্রে সংশোধন প্রয়োজন তা বিবেচনা করার বিষয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবার আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে।

একইসঙ্গে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম যাতে সঠিক ও সাবলীলভাবে বাস্তবায়িত হতে পারে সে বিষয়ে বৈদেশিক অনুদান রেগুলেশন আইন-২০১৬ সংশোধনের জন্যও তিনি এনজিও বিষয়ক ব্যুরোর প্রতি নির্দেশনা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।