তুমি বাংলাদেশ

তুমি বাংলাদেশ

_ শ, ম, জামান।

তোমার চোখ পানে চাইলেই

নক্ষত্রের মতো খসে পড়ে সুখ।

নির্মোহ কিছু ভুল বেঁচে থাকার

প্রেরণা জোগায়, বেঁচে আছি।

বাসন্তী গান গেয়ে ঝড় তুলে অলি

তোমার আত্ম পরিচয় জেনে

বিস্মিত হয় যাযাবর সময়।

বীরঙ্গনা আর ধর্ষিত চাঁদের কপালে

কাল টিপ যেন বেঁচে থাকার নিশানা।

মহাসমুদ্র নেচে নেচে তুলে ঝড়

হিন্দোলিত হয় সবুজ গাছ,

ঝরে পড়ে ফুল ও পাতা। 

ওরাও বেঁচে থাকার তাগিদে

রঙীন সুতায় নতুন স্বপ্ন বুনে।

তুমি কাঁটা না ফুল

আমি বুঝিনি বলে বারবার পুড়ি,

পোড়া বুকে কলঙ্কের কালিমা এঁকে দিলে

রক্ত রঙা শিমুল, পলাশ হয়ে ফুটি।

শোভিত ফুলের মিছেলে শুনি একটি স্লোগান

"নারী, তুমি বাংলাদেশ।"