তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়
পৌষালী সেনগুপ্ত
দিনের পর দিন,
রাতের পর রাত
কেটে যায় তোমার অপেক্ষায়!
তোমার কথা,
তোমার না বলা সেই ব্যাথা
ছুঁয়ে যায় আমায় 
তোমার অপেক্ষায়!
কেটেছে আমার অজস্র বিনিদ্র রাত্রি!
আকাশে চাঁদের সাথে তোমার কথা বলে,
তারাদের মিটমিট আলোয়  
কলম হাতে সেই অপেক্ষায়!
শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে,
কেটে যাবে বছরের পর বছর!
তোমার অপেক্ষায় তোমার কাছে আসার ,
দিন,
গুনেছি আমি রয়েছি আমি,
তোমার প্রিয়তমা হয়ে,
শতাব্দীর সেই মুহূর্তে,
অপেক্ষায়,
শুধু তোমার অপেক্ষায়!